BRAKING NEWS

রাহুল গান্ধী সহ কংগ্ৰেস নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, জানান অসমের ডিজিপি

– ‘নকশালবাদী কাৰ্যকলাপ’ অসমিয়া সংস্কৃতির পরিপন্থী : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব

গুয়াহাটি২৩ জানুয়ারি (হি.স.) : নিষেধাজ্ঞা অমান্য করে নির্ধারিত পথ পরিবর্তনের চেষ্টা, পুলিশের ব্যারিকেড ভাঙচুর এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার অভিযোগে কংগ্রেস নেতাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, এক্স হ্যান্ডলে জানান অসমের পুলিশ-প্রধান (ডিজিপি) জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং।

পূৰ্ব নিৰ্ধারিত সূচি অনুযায়ী আজ মঙ্গলবার মেঘালয় থেকে ফের অসমে প্রবেশ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। নিৰ্বিঘ্নে জোড়াবাট, নয়মাইল এলাকা অতিক্ৰম করে খানাপাড়া তেমাথায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে নির্ধারিত জাতীয় সড়ক ছেড়ে আচমকা গুয়াহাটি শহরে প্রবেশের চেষ্টা করেন কংগ্রেসের কর্মীরা। তাঁরা পুলিশের ব্যারিকেডে ভাঙচুর করে টপকে শহরে প্রবেশ করতে যান। তখন পুলিশের সঙ্গে বেশ ধাক্কাধাক্কি হয়। সামান্য দূর থেকে গোটা দৃশ্য উপভোগ করছিলেন যাত্রার হোতা রাহুল। এক সময় পুলিশের দিকে তেড়েফুঁড়ে যেতে থাকেন কংগ্রেস কর্মীরা। তখন তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ।

এ ঘটনার পর রাজ্যের গৃহ দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ডিজিপিকে নির্দেশ দেন, নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী তথা ভাঙচুরে লিপ্ত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে। আজকের সমগ্র ঘটনাকে ‘নকশালবাদী কার্যকলাপ’ বলে চিহ্নিত করে ভিড়কে উসকানি দেওয়ার অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার জন্য ডিজিপিকে নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে বিলম্ব করেননি ডিজিপি। কিছুক্ষণের মধ্যেই তিনি এক্স হ্যান্ডলে জানান, সংশ্লিষ্টদের বিরুদ্ধে যাথাযথ কড়া আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে মুখ্যমন্ত্রী তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে আজকের সমগ্র ঘটনার জন্য রাহুল গান্ধীর নিন্দা করে লিখেছেন, এ ধরনের কার্যকলাপ অসমিয়া সংস্কৃতির অংশ নয়। আমরা একটি শান্তিপূর্ণ রাজ্যে বসবাস করি। এ ধরনের ‘নকশালবাদী কাৰ্যকলাপ’ আমাদের সংস্কৃতির পরিপন্থী। আমি অসমের ডিজিপিকে নির্দেশ দিয়েছি, তাঁদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করতে। ডিজিপিকে বলেছি, রাহুল গান্ধী যে জমায়েতকে উসকে দিচ্ছেন, প্রমাণ হিসেবে তার ফুটেজ তাঁর সামাজিক মাধ্যমে পোস্ট করতে।

রাহুল গান্ধীর উদ্দেশ্যে লিখেছেন, ‘আপনার উশৃঙ্খল আচরণ এবং প্রশাসনিক নির্দেশিকা লঙ্ঘনের ফলে গুয়াহাটিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।’

মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ডিজিপি জিপি সিং এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘যাত্ৰাটি মেঘালয় থেকে এসে গুয়াহাটির ২৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে কামরূপ জেলার হাজোর দিকে অগ্রসর হওযার কথা ছিল। দুটি বড় রাস্তা আছে। তার মধ্যে একটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ রাস্তা ব্যবহারকারীদের অসুবিধা থেকে রেহাই দিতে এই ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু যাত্রা কর্মসূচিতে অংশগ্ৰহণকারীরা পথ বদল করতে জোরজবরদস্তি করেছিলেন। যার ফলে গুয়াহাটি শহরে জনজীবনে ব্যাঘাতের সৃষ্টি হয়।

তিনি লিখেছেন, জেড ক্যাটাগরি পিপি-প্রাপ্ত রাহুল গান্ধীর ও জ্যেষ্ঠ কংগ্ৰেস নেতারা খানাপাড়া ক্ৰসেঙে এএসএল-এর পরিকল্পনা মেনে চলার পরামৰ্শ দেওয়ার পরও জবরদস্তি রুট পরিবর্তন করার চেষ্টা করেছিলেন। তাতে পুলিশ বাধা দিলে বিনা প্ররোচনায় সংঘর্ষে লিপ্ত হন কংগ্রেস নেতারা।

জিপি সিং লিখেছেন, কংগ্ৰেস কৰ্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙেছেন। সংঘর্ষের ফলে একাংশ পুলিশ কর্মী এবং সাধারণ মানুষ আহত হয়েছেন। প্রশাসনের নির্দেশ লঙ্ঘন করে মানুষকে অবৈধ কাজ করতে উসকানি প্রদানকারী নেতা ও কর্মীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে, জানান ডিজিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *