আসন্ন বিশ্বকাপে অন্য দেশের হয়ে খেলবেন উন্মুক্ত চাঁদ!

আমেরিকা, ২৩ জানুয়ারি (হি.স.) : ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। সেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো ক্রিকেটার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামবেন অন্য এক দেশের হয়ে। তিনি হলেন দেশকে যুব বিশ্বকাপ জেতানো উন্মুক্ত চাঁদ।
সবকিছু ঠিক থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজ জন্মভূমি ভারতের বিরুদ্ধে খেলতে পারেন চাঁদ। শোনা যাচ্ছে দুই মাসের মধ্যে আমেরিকা দলের হয়ে খেলার ছাড়পত্র পেয়ে যেতে পারেন তিনি। তা যদি হয় তাহলে প্রতিষ্ঠিত এই ক্রিকেটার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকাকে নেতৃত্ব দেয়ার সুযোগও পেয়ে যেতে পারেন।

এক ওয়েবসাইটে সাক্ষাৎকারে যুব বিশ্বকাপজয়ী চাঁদ বলেছেন, ‘ভারতের বিপক্ষে মাঠে নামব ভেবে খুব অদ্ভুত লাগছে। ভারতের হয়ে খেলার থেকে অবসর নিয়েছি অনেক আগেই। তখন থেকেই ভারতের বিপক্ষে খেলার ভাবনা মাথায় ছিল। সুযোগ হয়তো আসছে, ভেবে রোমাঞ্চিত লাগছে।’