রেল কৌশল বিকাশ যোজনায় এনএফ রেলওয়ে কৰ্তৃক প্রশিক্ষিত ১৯২০ জন কর্মহীন যুবক–যুবতী


গুয়াহাটি, ২৩ জানুয়ারি (হি.স.) : রেলওয়ে প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে এন্ট্রি লেভেল স্কিল ট্রেনিং-এর মাধ্যমে যুব সমাজকে ক্ষমতায়ন করার লক্ষ্যে ভারতীয় রেলওয়েতে ‘রেল কৌশল বিকাশ যোজনা’ (আরকেভিওয়াই) অধিসূচিত করা হয়েছে। রেল কৌশল বিকাশ যোজনার অধীনে রেলওয়ের পক্ষ থেকে কর্মহীন যুবক-যুবতীদের বিভিন্ন ব্যবসায়িক কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তাঁরা নিজেদের কর্মসংস্থানের যোগ্যতা ও উদ্যমশীলতা বৃদ্ধি করতে পারেন।

২০২১ সালের সেপ্টেম্বর মাসে রেলওয়ে, যোগাযোগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাতে এটি চালু হওয়ার পর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ১,৯২০ জন প্রার্থী উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে নিজেদের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন। বর্তমান অর্থবর্ষের ডিসেম্বর (২০২৩) পর্যন্ত ৫৫৪ জন প্রশিক্ষার্থী আরকেভিওয়াই-এর অধীনে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে এই অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে আরও প্রশিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ছয়টি প্রশিক্ষণ কেন্দ্রে (তথা সুপারভাইজার্স ট্রেনিং সেন্টার/নিউ বঙাইগাঁও, মাল্টি-ডিসিপ্লিনারি জোনাল ট্রেনিং ইনস্টিটিউট/আলিপুরদুয়ার, মাল্টি-ডিসিপ্লিনারি ডিভিশনাল ট্রেনিং ইনস্টিটিউট/কাটিহার, মাল্টি-ডিসিপ্লিনারি ডিভিশনাল ট্রেনিং ইনস্টিটিউট/রঙিয়া, স্পেশালাইজড ট্রেনিং সেন্টার/পাণ্ডু, গুয়াহাটি এবং স্পেশালাইজড ট্রেনিং সেন্টার/ডিব্রুগড়) বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ প্রদান করে। এই ব্যবসায়িক ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে ভারতীয় রেলওয়েতে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেসিনিস্ট, মেকাট্রনিক্স, এসি মেকানিক, কংক্রেটিং, ট্র্যাক লায়িং এবং ইনফর্মেশন টেকনোলজি, সিগনালিং ও টেলিকমিউনিকেশন-এর বেসিক। এই স্কিমের অধীনে প্রশিক্ষার্থীদের কর্মসংস্থান প্রদানের কোনও ব্যবস্থা নেই। তবে ভারতের কর্মহীন যুবকদের জন্য এই স্কিমটি দক্ষতা বিকাশের একটি কর্মসূচি, যার মাধ্যমে তারা নিজেদের কর্মসংস্থানের যোগ্যতা ও উদ্যমশীলতা বৃদ্ধি করতে পারে।

এই স্কিম শুধুমাত্র যুবক-যুবতীদের কর্মসংস্থানের যোগ্যতা বৃদ্ধি করে না বরং পাশাপাশি যাঁরা স্ব-নিয়োজিত এবং ঠিকাদারের সাথে রি-স্কিলিং এবং আপ-স্কিলিং-এর মাধ্যমে কাজ করছেন ও স্কিল ইন্ডিয়া মিশনে অবদান রাখছেন তাঁদেরও দক্ষতা বৃদ্ধি করে।

আবেদনগুলি আরকেভিওয়াই পোর্টাল http://railkvy.indianrailways.gov.in-এর মাধ্যমে অথবা এনএফ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট https://nfr.indianrailways.gov.in/-এর মাধ্যমে জমা করা যাবে। জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।