বার্সেলোনা, ২২ জানুয়ারি (হি.স.): প্রথমার্ধের শুরু থেকে দ্বিতীয় অর্ধের প্রথম পর্যন্ত দারুণ পারফরম্যান্স দেখিয়ে দুই গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর দ্বিতীয় আর্ধের তিন মিনিটের মধ্যে দুবার বার্সেলোনার জালে বল পাঠিয়ে পয়েন্ট পাওয়ার আশা জাগিয়েছিলেন বেতিসের মিডফিল্ডার ইসকো। কাতালান দলটির সামনে জাগে পয়েন্ট হারানোর শঙ্কা। তবে ৯০-তম মিনিটে জোয়াও ফেলিক্স বার্সেলোনাকে ফের এগিয়ে নেওয়ার পর হ্যাটট্রিক পূর্ণ করেন তরেস। শেষ সময়ের দুই গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে লা লিগার শিরোপাধারীরা।
রয়াল বেতিসের মাঠে রবিবার রাতে ৬ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে লিগ ম্যাচটি ৪-২ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। হ্যাটট্রিক করে তাদের জয়ের নায়ক ফেররান তরেস। ২০ ম্যাচে ১৩ জয় ও ৫ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। গতকাল রাতে আরেক ম্যাচে আলমেরিয়াকে ৩-২ গোলে হারানো রিয়াল মাদ্রিদ ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তাদের সমান ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে রেয়াল বেতিস।

