“যারা আদর্শকে সম্মান করে তারাই শ্রী রামের প্রকৃত ভক্ত”: অখিলেশ যাদব

লখনউ, ২২ জানুয়ারি (হি.স.) : “যারা আদর্শকে সম্মান করে তারাই শ্রী রামের প্রকৃত ভক্ত”, সোমবার এই মন্তব্য করেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তিনি আরও বলেন, যে পাথরের তৈরি রামমূর্তি দেবতার রূপ নেবে। শ্রীরামের দেখানো পথকে মর্যাদা পুরুষোত্তমও বলা হয়,যারা শ্রীরামের প্রকৃত ভক্ত তাঁরা সকল প্রথা ও নিয়মকে সম্মান করবে। আজকের পর আমরা আশা করবো যে সমাজ ও দেশে কেউ দরিদ্র থাকবে না, যেরকম রাম কল্পনা করেছিলেন সেইরকমই হবে। যুবকরা আনন্দে থাকবে ও এগিয়ে যাবে এবং চারিদিকে খুশি ও আনন্দ প্রতিষ্ঠিত হবে।

অখিলেশ যাদব সোমবার জগনেশ্বর মিশ্র পার্ক পরিদর্শন করেন। সেসময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন সমাজবাদী পার্টির সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *