আগরতলা, ২২ জানুয়ারি: দীর্ঘ দিন ধরে ছামনু এলাকা জুড়ে চোরের উপদ্রব বেড়েছে। চোরের দল মানুষের বাড়িঘরের জলের মোটর, ঘরের ভাল্ব,মোরগ,ছাগল চুরির পাশাপাশি,রাস্তার আলোর জন্য,যে শোলারলাইট, ব্যাটারী, বাল্ব,প্লেইট লাগানো হয়েছে,তা চুরি করে ফাঁকা করে দিয়েছে।
দুই থেকে আড়াই শো টি চব্বিশ ভোল্ট এর ব্যাটারী, দুই, আড়াইশো শোলারলাইট প্লেইট, ভাল্ব,সব ই রাস্তা থেকে চুরি করে নিয়ে গেছে,কিন্তূ ছৈলেংটা,ছামনু ও মানিকপুর,মিলে তিনটি থানা রয়েছে আজ অবধি একটি, শোলারলাইট প্লেইট, ভাল্ব, এবং ব্যাটারী চোর কে আটক করতে পারেননি। চোরের আতঙ্কে এলাকার মানুষ দিশেহারা।
ঝান্ডিমুন্ডার আসর বসিয়ে জুয়ারীরা টাকা রোজগার করছেন আর জুয়ার টাকা সংগ্রহ করার জন্য এসব চুরি করছেন। অপরদিকে কারো কারো মতে একাংশ নেশাখোর যুবক নেশার টাকা সংগ্রহ করার জন্য এসব চুরি করছেন। সবচেয়ে বড় প্রশ্ন হল এত কিছু চুরির পর,ঐ চুরির জিনিস পত্র কার কাছে বিক্রি করছেন, কে বা ক্রয় করছেন,কি করে ঐ সব সাজ সরঞ্জাম গাড়িতে করে পাচার করছেন, কারা এসব ব্যাপারে মদত দিচ্ছেন,তা লাখ টাকার প্রশ্ন।তাই অতিসত্বর পুলিশী অভিযান চালিয়ে চুরির সামগ্রী যাতে উদ্বার করা,এ ব্যাপারে স্হানীয় মানুষ পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছেন।

