চেন্নাই, ২২ জানুয়ারি (হি.স.) : অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সরাসরি প্রত্যক্ষে বাধা দেওয়ার অভিযোগ উঠল তামিলনাড়ু পুলিশের বিরুদ্ধে। এই অনুষ্ঠানটি দেখার জন্য কামাক্ষী আম্মান মন্দিরে এলইডি স্ক্রিনটি লাগানো হয়েছিল, সেটি সরানোর অভিযোগ উঠল তামিলনাড়ু পুলিশের বিরুদ্ধে। বিজেপির পক্ষ থেকে এই অভিযোগটি করা হয়েছে। তামিলনাড়ুর পুলিশ সাদা পোশাকে এসে সেই স্ক্রিনটি খুলে দেয় বলে অভিযোগ বিজেপির।
এই বিষয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে অভিযোগ করেছেন। তিনি এক্স পোস্টে লিখেছেন, ডিএমকে-নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার ধর্মীয় উৎসবের দমন এবং হিন্দুদের অধিকার লঙ্ঘন করছে। হিন্দুবিরোধী ডিএমকে এখন প্রধানমন্ত্রীর প্রতি ঘৃণা প্রকাশ করে পুলিশ বাহিনী দিয়ে জনগণের আশা-আকাঙ্খা দমন করছে।

