ছোটদের ক্রিকেটে অনুরাগীর কাছে হেরে বেকায়দায় এনএসআরসিসি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি।। ক্রিকেট অনুরাগীর কাছে পরাজয়ের হোঁচট খেলো এন এস আরসিসি দল। টিসিএ পরিচালিত সদর অনুর্ধ ১৫ ক্রিকেটে তালতলা স্কুল মাঠে ক্রিকেট অনুরাগী দলের মুখোমুখি হয় এন এস আরসিসি দল। ম্যাচে ক্রিকেট অনুরাগী শিবির ৪০ রানের ব্যবধানে হারিয়ে দিলো এন এস আরসিসিকে। টস জিতলে ও ম্যাচটা জেতা হলো না এন এস আরসিসির। টসে জয়লাভ করে এন এস আরসিসি দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ক্রিকেট অনুরাগী দল ৩৬ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ১৬৩ রানই করতে সক্ষম হয়। ব্যাটে দলের পক্ষে অয়ন রায় সর্বাধিক ৫৭ রান করে। এছাড়া আমন মিয়া ২৫, সৃজন দেব ২৫,সপ্তদীপ ঘোষ ১৯ রান করে। অতিরিক্ত থেকে দলের পাওনা ১০ রান। বলে এন এস আরসিসির পক্ষে অঙ্গত শীল ও অদৃত লোধ তিনটি করে উইকেটে হাত পাকায়। দুটি উইকেট নেয় আয়ুশ থাপা। জয়ের জন্য এন এস আরসিসির সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৪ রানের। যাকে তারা করতে নেমে দল শেষ অবধি ৩৬ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১২৩ রানই করতে সক্ষম হয়। ব্যাটে এন এস আরসিসির পক্ষে আয়ুশ থাপা ২০, অদৃত লোধ ১৯, অর্কজিত চক্রবর্তী ১২, সায়নতন পাল ১৪,সায়নতন কর ৭, রাজদীপ পাল নট আউট ১৬ ও অংশ ভটনাগর ২১ রানে অপরাজিত থাকলে ও তা দলকে জয় এনে দিতে পারে নি। বিজয়ী দলের হয়ে বলে দিগ্বিজয় দেববর্মা তিনটি, শাহীন জামান চৌধুরী দুটি এবং একটি  উইকেট নেয় আয়ুষ্মান সেনরা। সুবাদে ৪০ রানের ব্যবধানে জয় হাসিল করে নিলো ক্রিকেট অনুরাগী দল।