জাতীয় মহিলা ক্রিকেটে কো: ফাইনালে মহারাষ্ট্রের কাছে হেরে বিদায় ত্রিপুরার

ত্রিপুরা-‌১১২

মহারাষ্ট্র-‌ ১১৬/‌২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি।। ছিটকে গেলো ত্রিপুরা। সিনিয়র মহিলা ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল থেকে। ত্রিপুরাকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট কেটে নিলো মহারাষ্ট্র। বরোদার রেলওয়ে মাঠে অনুষ্ঠিত নকআউট আসরে ত্রিপুরা পরাজিত হয় ৮ উইকেটে। ত্রিপুরার গড়া ১১২ রানের জবাবে মহারাষ্ট্র ২৭.‌৪ ওভার বাকি থাকতে ২ উইকেট হারিয়ে প্রযোজনীয় রান তুলে নেয়। সোমবার সকালে টসে জয়লাভ করে ত্রিপুরা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বড় স্কোর গড়ার লক্ষ্য নিয়ে। কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচের চাপই যেনও নিতে পারেননি ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। দ্রুত উইকেট হারাতে থাকে। ফলে শুরু থেকেই চাপে পড়ে যায় রাজ্যদল। মিডল অর্ডারে শিউলি চক্রবর্তী যদি সাময়িক প্রতিরোধ গনে তুলতে না পারতেন তাহলে ত্রিপুরার স্কোর সম্ভবত ৮০ রানের গন্ডিও পার হতো না। শিউলি ৩৩ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করেন। এছাড়া ত্রিপুরার পক্ষে ঋজু সাহা ২৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪, দলনায়িকা অন্নপূর্ণা দাস ৩০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩, হেনা হট চান্দিনী ১২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ এবং ওপেনার মৌচৈতি দেবনাথ ১৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। ত্রিপুরা ৩২.‌২ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১১২ রান করতে সক্ষম হয়। মহারাষ্ট্রর পক্ষে এস বি পোহরকার ২৭ রানে ৪ টি, এ এ পাটিল ৮ রানে এবং ইউ এ পাওয়ার ১১ রানে ২ টি করে উইকেট দখল করেন। ত্রিপুরাকে অল্প রানে আটকে দিয়ে দ্রুত রান তোলার দিকে নজর দেন মহারাষ্ট্রর ব্যাটসম্যান-‌রা। ওপেনিং জুটিতে ২৫ রান যোগ করার পর রেশ্মা নায়েক তুলে নেন কে পি নাভগিরেকে (‌৭)। ওই অবস্থায় ওপেনার কে এন মোল্লার সঙ্গে রুখে দাঁড়ান টি এস হাসাবনিস। ওই জুটি শুরু থেকেই স্কোরবোর্ড সচল রাখার দিকে নজর দেন। এবং দ্রুত রান তুলতে থাকেন। দ্বিতীয় উইকেটে ওই জুটি ৬৭ বল খেলে ৪৯ রান যোগ করেন। হাসাবনিস ৩৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৭ রান করে অন্নপূর্ণার বলে পূজা দাসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। এরপর মোল্লার সঙ্গে রুখে দাড়ান এম আর মাগ্রে। ইতিমধ্যে ৬১ বল খেলে ১০ বাউন্ডারির সাহায্যে অর্ধশতরান পূরম করেন মোল্লা। শেষ পর্যন্ত ওই জুটি অবিচ্ছিন্ন থেকে মহারাষ্ট্রকে সেমিফাইনালে তুলে দেন। মহারাষ্ট্র ২২.‌২ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। মোল্লা ৬৬ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৫৪ রানে এবং মাগ্রে ২২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১ রানে অপরাজিত থেকে যান।  ত্রিপুরার পক্ষে অন্নপূর্ণা দাস ২৩ রানে এবং রেশ্মা নায়েক ২৭ রানে ১ টি করে উইকেট দখল করেন। পরাজিত হয়ে আসর থেকে ছিটকে গেলো ত্রিপুরা।