বোর্নমাউথকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করল লিভারপুল

লিভারপুল, ২২ জানুয়ারি (হি.স.): ইনজুরি ও জাতীয় দলের খেলার কারণে বেশকিছু খেলোয়াড় ছাড়াই বোর্নমাউথের মাঠে যায় ক্লপের লিভারপুল। তবে সেখানে ঘরের দলকেই অনায়াসে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানটা আরও শক্ত করল অল রেডরা। রবিবার (২১ জানুয়ারি) ভিটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। জোড়া গোলে করেছেন নুনেজ ও জোতা।

ম্যাচের ৪৯তম মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন দারউইন নুনেজ। এরপর ম্যাচের ৭০ ও ৭৯ মিনিটে জোড়া গোল করেন দিয়োগো জোতা। আর ম্যাচের বাড়ানো সময়ে নিজের দ্বিতীয় গোল করেন নুনেজ। ৪-০ গোলের সহজ জয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল। ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিল টপার লিভারপুল। এক ম্যাচ কম খেলে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪৩। আর ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আর্সেনাল।