অযোধ্যা, ২২ জানুয়ারি (হি.স.) : দলের নীতিকে অগ্রাহ্য করে রাম মন্দির উদ্বোধনে অংশ নিলেন হিমাচলের মন্ত্রী বিক্রমাদিত্য সিং। হিমাচল প্রদেশের পিডব্লুডি মন্ত্রী বিক্রমাদিত্য সিং এদিন রামমন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা সরাসরি প্রত্যক্ষ করতে অযোধ্যায় আসেন।
কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, অধীর রঞ্জন চৌধুরি এর আগে অযোধ্যায় অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ প্রত্যাখান করেছিল। কেউই যে আসবে না তা আগেই কংগ্রেস দলের তরফ থেকে জানানো হয়েছিল। কিন্তু এদিন হিমাচল প্রদেশের মন্ত্রী বিক্রমাদিত্য সিং অযোধ্যায় আসেন। অনুষ্ঠানে আমন্ত্রণ গ্রহণ করার সময়, বিক্রমাদিত্য সিং এটিকে জীবনের একটি সুযোগ বলে অভিহিত করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

