পাঁচ শতাব্দীর অপেক্ষা ও প্রতিজ্ঞা আজ পূরণ হল : অমিত শাহ

নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.) : পাঁচ শতাব্দীর অপেক্ষা ও প্রতিজ্ঞা আজ পূরণ হল, সোমবার অযোধ্যায় পৌঁছে এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর অযোধ্যায় পৌঁছন। তারপর তিনি এই বিশাল মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে দেশবাসীকে অভিনন্দন জানান।

তিনি বলেন, এই মন্দির প্রতিষ্ঠা হওয়ায় আজ পাঁচ শতাব্দীর অপেক্ষা এবং প্রতিশ্রুতি পূরণ হয়েছে। এই দিনটি ঐতিহাসিক। এট দিনটিকে কখনও ভোলা যাবে না। শাহ সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে লেখেন, আজ কোটি কোটি রাম ভক্তদের জন্য একটি অবিস্মরণীয় দিন। তিনি আরও বলেন, আজ যখন আমাদের রামলালা তাঁর বিশাল মন্দিরে অধিষ্ঠিত তখন অগণিত রাম ভক্তের মতো তিনিও আবেগপ্রবণ। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা তার পক্ষে সম্ভব নয় বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এজন্য তিনি অন্তরের অন্তস্থল থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শাহ বলেন, এই শুভ দিনে আমি সেই মহাপুরুষদেরও প্রণাম জানাই, যারা এই সংগ্রামকে বহু শতাব্দী ধরে বাঁচিয়ে রেখেছিলেন, যারা বহু অপমান-নির্যাতন সহ্য করেও ধর্মের পথ ছাড়েননি।