আগরতলা, ২২জানুয়ারি : পঞ্চপ্রদীপে রামলালার আরতি করেছেন প্রধানমন্ত্রী মোদী। রামমন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন হয়েছে। শঙ্খ-ঘণ্টাধ্বনিতে মুখরিত অযোধ্যা। হেলিকপ্টার থেকে ফুল ছড়িয়ে দেওয়া হচ্ছে অযোধ্যা নগরীতে।
উল্লেখ্য, সোমবার সকালে মঙ্গল ধ্বনি দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। সকাল ১০টা থেকে ১৭৭টি রাজ্যের ৫০টি বাদ্যযন্ত্র বাজানো হয়েছে। পবিত্র হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্দির নির্মাণকারী কর্মীদের সঙ্গে দেখা করবেন। কুবের টিলায় গিয়ে শিবের পূজা করবেন।