ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি।। প্রথম রাউন্ডেই অঘটন। আসরের দশম বাছাই তথা রাজ্য সেরা দাবাড়ু উমাশঙ্কর দত্তকে (১৪৮২) রুখে দিলো মেট্রিক্স চেস আকাদেমির আনরেটেড দাবাড়ু অংশুমান দেবনাথ। রবিবার। ‘মা মানিক’ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায়। এন এস আর সি সি-র দাবা হলঘরে এদিন থেকে শুরু হয় ৯ রাউন্ডের আসর। নবম বোর্ডে কালো ঘঁুটি নিয়ে মডার্ণ ডিফেন্সে খেলা শুরু করে ভারতীয় বিদ্যাভবন স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রটি। দুরন্ত খেলে রাজীব এবং অনামিকা দেবনাথের একমাত্র ছেলেটি ৩৬ চালে রুখে দেয় রাজ্য সেরা দাবাড়ুটিকে। অংশুমানকে অভিনন্দন জানিয়েছেন মেট্রিক্স চেস আকাদেমির কোচ প্রসেনজিৎ এবং কিরীটী দত্ত। তৃতীয় বর্ষ এবারের আসরে অংশ নেয় ৯৭ জন দাবাড়ু। প্রথম রাউন্ডের শেষে একটি অঘটন ছাড়া শীর্ষ বাছাই সকল দাবাড়ুরাই জয়লাভ করেন। শীর্ষ বাছাই সোনম সরম রাহুল, গুরুপদ দাস, শেখোয়াত হোসেন, অভিজিৎ চৌধুরি, প্রাঞ্জল দেবনাথ, অনুরাগ ভট্টাচার্য সহ প্রথম সারির সকল দাবাড়ুরা জয়লাভ করেছেন। সোমবার বিকেলে হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। আসর পরিচালনা করছেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য।
2024-01-21