শিক্ষক স্বল্পতায় ভুগছে নবকুমার চৌধুরী পাড়ার উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি : দীর্ঘদিন ধরে মনাই পাথর এডিসি ভিলেজ এলাকার নবকুমার চৌধুরী পাড়ার উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শিক্ষক স্বল্পতায় ভুগছে। পঠন-পাঠন বলা চলে একেবারেই তলানীতে গিয়ে পৌঁছেছে। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রী সংখ্যা সর্বসাকুল্য ২৯১ জন। এডিসি ভিলেজ এলাকা হলেও মিশ্র জনবসতি।

বর্তমানে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা সর্বসাকুল্য প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী অব্দি ছয় জন।এই ছয় জনের মধ্যে সাম্প্রতিক একজন বদলির নির্দেশিকা পেয়েছেন। তিনি বিজ্ঞান শিক্ষক। এই বিজ্ঞান শিক্ষক বদলির হওয়ার পরিপ্রেক্ষিতে ছাত্র-ছাত্রীরা বেজায় অসন্তুষ্ট প্রকাশ করছে।

 ছাত্র-ছাত্রীরা নিরুপায় হয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেন। তাদের বক্তব্য এমনিতে দীর্ঘদিন ধরে ছয় জন শিক্ষক দিয়ে ক্লাস চলছে। এর মধ্যে বদলির নির্দেশ পেয়েছেন তাদের এক বিজ্ঞান শিক্ষক, এখন বিদ্যালয়ে শিক্ষক তাহলে পাঁচজন।পাঁচজন দিয়ে কিভাবে পড়াশোনা হবে, প্রশ্ন তাদের? একই বিষয় উত্থাপন করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ দেববর্মা।

তিনি বলেন এমনিতেই শিক্ষকের সংকট দীর্ঘদিন ধরে, তার মধ্যে বিজ্ঞান শিক্ষকও যদি চলে যায় তাহলে কিভাবে ক্লাস হবে? তিনি আরো বলেন, প্রাথমিক বিভাগে মাত্র একজন শিক্ষক। আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ছাত্রছাত্রীদের পরীক্ষা। এ সময়ের মধ্যে কম শিক্ষক দিয়ে কিভাবে সিলেবাস শেষ করবেন পাঁচজন শিক্ষক? তিনি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অন্য স্কুল থেকে শিক্ষক বদলি করে ছাত্র-ছাত্রীর অনুপাতে শিক্ষকের সামঞ্জস্যতা আনার।