পাহাড়ি জনপদে উন্নয়নের স্বার্থে তিপ্রামথা ছেড়ে বিজেপিতে যোগদান করছে জনজাতিরা: সাংসদ রেবতী ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ২১ জানুয়ারি :  লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে তিপ্রামথা দলে আবারো ভাঙ্গন। ৫৩ পরিবারের ১৩৫ ভোটার তিপ্রামথা ছেড়ে গেরুয়া শিবিরে সামিল হয় হয়েছেন। 

বিস্তারিত খবরে প্রকাশ, বিজেপি করমছড়া মন্ডলের উদ্যোগে লংতরাইভ্যালী মহকুমার চিচিংছড়া ভিলেজের রথকুমার রোয়াজা পাড়ায় একটি যোগদান সভার আয়োজন করা হয়। 

সেই যোগদান সভায় তিপ্রামথা দলের ব্লক স্তরের নেতা সহ ১৩৫ জন ভোটার পদ্ম শিবিরে সামিল হয়েছেন।  তাদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদের দলে বরণ করেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা, প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাতালকইন্যা জমাতিয়া, মনু-ছৈলেংটা আসনের এমডিসি সঞ্জয় দাস সহ অন্যান্য নেতৃত্ব। 

বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী  ত্রিপুরা বলেন দলত্যাগীরা অনেকটা স্বপ্ন নিয়ে তিপ্রামথা দল করেছিল। এডিসিতে ক্ষমতায় আশার কিছুদিন পরই তাদের স্বপ্ন ভেঙ্গে যায়। তারা বুঝতে পারে এলাকায় উন্নয়নের জন্য একমাত্র বিজেপি সরকারই প্রয়োজন। রেশনে ফ্রি চাল, কিষাণ নিধি যোজনা, এত বিপুলসংখ্যক বেনিফিসারিদের সরকারি ঘর প্রদান মোদি সরকার আছে বলেই সম্ভব। তাই পাহাড়ি জনপদে তিপ্রামথা  দলের মোহ ত্যাগ করে উন্নয়নের স্বার্থে বিজেপিতে সামিল হচ্ছে জনজাতিরা।