নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২১ জানুয়ারি: শনিবার আকস্মিক দুর্ঘটনায় কলাছড়ি নিজ বাড়ির কাছাকাছি বাইক দুর্ঘটনায় নিহত হন বিজেপি কমলপুর মন্ডলের সাধারণ সম্পাদক অরূপ চৌধুরী(৪৫)।
মানিকভাণ্ডারের দিক থেকে বাড়ি আসার পথে রাস্তার পশ্চিম পাশে থাকা একটি ঢালাইয়ের মেশিনের সাথে সংঘর্ষ হয় তাঁর। ঘটনাটি ঘটেছে রাত প্রায় দশটা নাগাদ। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে বিএসএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন। গতকাল রাতেই খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব।
আজ খবর ছড়িয়ে পড়তেই দলে দলে মানুষ আসে তাদের প্রিয় নেতাকে দেখতে। আগরতলা থেকে কমলপুর ছুটে গেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচাৰ্য, সহ সভাপতি তাপস ভট্টাচাৰ্য, তাকে হাসপাতালে ময়নাতদন্ত শেষে কমলপুর দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচাৰ্য, বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়ক স্বপ্না দাস (পাল ), জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার, বিজেপি ধলাই জেলার প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন বিধায়ক পরিমল দেব্বর্মা সহ বিভিন্ন নেতারা প্রয়াতের মরদেহে ফুল মালা দেন ও দলীয় পতাকায় ঢেকে দেন।
এরপর তাঁর দেহ বাড়িতে পৌছতেই কান্নায় ভেঙে পড়ে আত্মীয় পরিজনেরা। তাঁর পুত্র সৌম্যদীপ(১০)কে জড়িয়ে ধরে শোক জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচাৰ্য। উপস্থিত ছিলেন সুরমার বিধায়ক স্বপ্না দাস (পাল )। কমলপুর থেকে ফুলছড়ি, মানিকভান্ডার ও কলাছড়ি দলীয় কার্যালয়ে শ্রদ্ধা জানানো হয়।
এরপর তাঁর দেহ নিয়ে যাওয়া হয় তাঁর শেষকৃত্যের জন্য। সেখানে তার দেহ পঞ্চভুতে বিলীন হয়। মৃত্যুকালে অরূপ চৌধুরী তার বৃদ্ধা মা, স্ত্রী, পুত্র, বড়োভাই, চার বিবাহিত বড়োবোন ও বহু আত্মীয় পরিজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচাৰ্য।