এগরায় ফের বিস্ফোরণ, আহত ১ জন

এগরা, ২১ জানুয়ারি (হি.স.) : ফের বিস্ফোরণ এগরায় । রবিবার বিকেল রাস্তার পাশে পড়ে থাকা বোমায় বিস্ফোরণ হয় বলে জানা গেছে । বিস্ফোরণে হাত উড়ে গেল এক শ্রমিকের। আহত শ্রমিকের চোখেও আঘাত লেগেছে বলে খবর।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেল নাগাদ এগরার বর্তনা গ্রামে নিজের বাড়ির চারপাশে বেড়া দিচ্ছিলেন বছর পঞ্চান্নর রাইজুদ্দিন নামে এক শ্রমিক। আচমকা বিস্ফোরণে তাঁর হাত উড়ে যায়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকরা জানান, রাইজুদ্দিনের চোখেও আঘাত লেগেছে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে বলে খবর।

বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত বর্তনা গ্রামে। রাস্তার উপর এভাবে বোমা ফেলে রাখল কে? উদ্দেশ্যই বা কী ছিল? এসব প্রশ্ন উঠছে। বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। প্রাথমিক অনুমান, কৌটোবোমা পড়ে ছিল। তা ফেটেই বিপত্তি। এর নেপথ্যে কারা, তার সন্ধানে নেমেছে পুলিশ।

উল্লেখ্য, গত বছর এই এগরাতেই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে মৃত্যু হয়েছিল অন্তত ১১ জনের। যেখানে বাজি তৈরি হচ্ছিল, সেখানে বাজির আড়ালে প্রচুর বিস্ফোরক মজুত ছিল বলে জানতে পারেন তদন্তকারীরা।