ধর্মনগরের রোমহর্ষক ঘটনায় গ্রেপ্তার আরো এক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২১ জানুয়ারি: ধর্মনগরে ঘটে যাওয়া রোমহর্ষক ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ধর্মনগর থানার পুলিশ।  জানা গেছে ধর্মনগরের শিববাড়ি এলাকা ওয়ার্ড নাম্বার ৭ থেকে শনিবার রাতে তন্ময় দেবনাথ নামে অপর এক অভিযুক্তকে পুলিশের জালে তুলে নিতে সক্ষম হয়েছে ধর্মনগর থানার পুলিশ। এই ঘটনায় আরো তিনজন অভিযুক্তকে খুঁজে বেড়াচ্ছে থানাবাবুরা।

 আরো জানা গেছে ধর্মনগরের একটি ক্লাব আক্রান্ত ছেলেটির পরিবারের উপর অভিযোগ তুলে নেওয়ার জন্য প্রচন্ড চাপ সৃষ্টি করে যাচ্ছে। এমনকি বলা হচ্ছে যদি মহকুমা মেজিস্ট্রেটের কাছে গিয়ে মামলাটি তুলে নেওয়া হয় তবে তার চিকিৎসার জন্য দশ হাজার টাকা দেওয়া হবে। অন্যথায় প্রাণে মারার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ পরিবারের। পুলিশ কোন এক চাপে বাকি অভিযুক্তদের তাদের জালে তুলতে গড়িমশি করছে বলেও অভিযোগ উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *