নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২১ জানুয়ারি : ধর্মনগরে বিএমএস-এর পক্ষ থেকে রাম মন্দির প্রতিষ্ঠাকে সামনে রেখে রাম ভক্তদের বিশাল রেলি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিবিআই মাঠ থেকে বিএমএস এর উদ্যোগে ধর্মনগর জুড়ে রাম মন্দির প্রতিষ্ঠাকে সামনে রেখে এক বিশাল রেলি অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষের শ্রীরাম ধ্বনিতে ধর্মনগরের আকাশ বাতাস মুখরিত হয়ে উঠে।
এই বিশাল রেলিতে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএমএস-এর সভাপতি সুব্রত রুদ্র পাল, বিএমএস-এর উত্তর জেলার সাধারণ সম্পাদক বিপ্লব দাস, তাছাড়া বিএমএস এর বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
প্রদীপ জ্বালিয়ে এই রেলির উদ্বোধন করেছেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা। ২২ জানুয়ারি রাম মন্দিরের দ্বার উদঘাটনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ধর্মনগর গেরুয়া পতাকায় আবৃত হয়ে গেছে।