২৫ জানুয়ারি বুলন্দশহরে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি খতিয়ে দেখলেন যোগী

বুলন্দশহর, ২০ জানুয়ারি (হি.স.) : আগামী ২৫ জানুয়ারি উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলায় সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেজন্য শনিবার সবরকমের প্রস্তুতি খতিয়ে দেখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মুখ্যমন্ত্রী শনিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ জানুয়ারি বুলন্দশহরে প্রস্তাবিত সফরের প্রস্তুতির সমস্ত ব্যবস্থা পরিদর্শন করেন। এই সফরে প্রধানমন্ত্রী বুলন্দশহরে আয়োজিত একটি অনুষ্ঠানে মিরাট বিভাগকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উপহার দেবেন।

এদিন বিমানে করে নওয়াদার শুটিং রেঞ্জে পৌঁছলে বিজেপি কর্মীরা যোগীকে জয় শ্রী রাম স্লোগান দিয়ে স্বাগত জানান। এরপর মুখ্যমন্ত্রী যোগী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জনসভাস্থলে পৌঁছন। তারপর সেখানকার প্রস্তুতি খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রী জনসভাস্থলের কাছে তৈরি পার্কিংস্থলও পরিদর্শন করেন এবং প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের জানান, তিনি অযোধ্যায় রামলালার অভিষেক অনুষ্ঠান থেকে সময় বের করে এখানে আসেন।