‘সম্প্রীতি সমাবেশ’ নিয়ে আদালতের সতর্কতা কী লজ্জার ব্যাপার, মন্তব্য শুভেন্দুর

কলকাতা, ২০ জানুয়ারি, (হি.স.): ‘সম্প্রীতি সমাবেশ’-এর ব্যাপারে আদালতের সতর্কতা কী লজ্জার ব্যাপার। শনিবার এক্স হ্যাণ্ডেলে এই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।

তিনি লিখেছেন, “মাননীয় হাইকোর্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তার ২২শে জানুয়ারির বিভেদমূলক তথাকথিত ‘সম্প্রীতি সমাবেশ’ আয়োজনের ব্যাপারে সংযত হতে বলেছে। কী লজ্জার ব্যাপার! সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করার জন্য ওই জঘন্য পরিকল্পনা হয়েছে।

২২শে পশ্চিমবঙ্গে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমি গত ১৮ই একটি জনস্বার্থ মামলা দায়ের করি। তার ভিত্তিতে মাননীয় আদালত নিঃসন্দেহে তাঁকে দায়িত্বজ্ঞানহীন বলে মনে করে ওই গৌরবময় আদেশ দিয়েছে।

মুখ্যসচিব এবং ডিজিপিও মাননীয় আদালতের আদেশকে নিষ্ঠার সাথে অনুসরণ করবেন। সুনির্দিষ্ট অনুমতি ছাড়া জেলাগুলিতে তথাকথিত সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে না। শ্রী রাম উৎসব উদযাপনকে বিরক্ত করতে পারে, এমন কিছু আয়োজনে রাশ টানার ব্যাপারেও সতর্ক থাকতে বলা হয়েছে।

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীনদের ‘রাবার স্ট্যাম্প’ যাঁরা, তারা শুক্রবার অনেক কিছু বলেছিল। উত্তরে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব সেই আদেশের ১১ এবং ১২ অনুচ্ছেদের প্রতি। আদালতের সার্ভারে তা সদ্য আপলোড করা হয়েছে।

পশ্চিমবঙ্গের সঠিক চিন্তাশীল নাগরিকদের সবাইকে রাম রাম।”