পাঞ্জাব-৭৮/৭
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি।। দ্বিতীয় দিনে হলো মাত্র ৩০ ওভার। এতেই সুবিধে জনক অবস্থায় ত্রিপুরা। রাজ্যদলের বোলারদের তান্ডবে ঘরের মাঠে বেসামাল পাঞ্জাব। রণজি ট্রফি ক্রিকেটে। মোহালির আই এস বৃন্দা স্টেডিয়ামের ২২ গজে ত্রিপুরার বোলাররা কার্যত স্ট্রিম রোলার চাপান পাঞ্জাবের ব্যাটসম্যানদের উপর। শনিবার দ্বিতীয় দিনের শেষে পাঞ্জাব ৭ উইকেট হারিয়ে ৭৮ রান করতে সক্ষম হয়। বৃষ্টির জন্য মাঠ ভিজে থাকায় এদিন নির্ধারিত সময়ের অনেক পর খেলা শুরু হয়। স্যাঁতস্যাতে আবহাওয়া দেখে ত্রিপুরার অধিনায়ক ঋদ্ধিমান সাহা টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং নেন। অধিনায়কের ওই সিদ্ধান্তের পুরো ফায়দা তুলেন ত্রিপুরার বোলাররা। শুরু থেকেই মণিশঙ্কর মুড়াসিং এবং রাণা দত্ত স্ট্রিম রোলার চাপাতে থাকেন বিপক্ষের উপর। আর তাতেই ঘরের মাঠে দিশেহারা হয়ে পড়েন স্বাগতিক দলের ক্রিকেটাররা। ওপেনিং জুটিতে দুই ওপেনার প্রভিশরণ সিং এবং অভিষেক শর্মা ২৭ রান যোগ করার পরই পাঞ্জাবের শিবিরে ধ্বস নামান ত্রিপুরার দুই জোরে বোলার। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের শেষে পাঞ্জাব ৩০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৭৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নেহাল ওয়াধেরা ৭০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৩ রানে অপরাজিত থেকে দলকে টানার চেষ্টা করছেন। এছাড়া প্রভিশরণ সিং ২৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। ওই দুজন ছাড়া ত্রিপুরার বোলারদের সামনে পাঞ্জাবের কোনও ব্যাটসম্যান মাথা তুলে দাড়াতে পারেননি। ত্রিপুরার পক্ষে মণিশঙ্কর মুড়াসিং ১১ রানে এবং রাণা দত্ত ২৬ রানে ২টি করে উইকেট দখল করেন। এছাড়া পারভেঝ সুলতান ১ রানে, বিক্রম দেবনাথ ৮ রানে এবং অভিজিৎ সরকার ১৮ রানে ১ টি করে উইকেট পেয়েছেন। রবিবার তৃতীয় দিনের ত্রিপুরার বোলারদের লক্ষ্য থাকতে দ্রুত পাঞ্জাবের শেষ ৩ টি উইকেট তুলে নেওয়া। তা করতে পারলেই ত্রিপুরা চাইবে বড় ইনিংস খেলে সরাসরি জয়ের রাস্তায় ঝাপাতে।

