তিরুচিরাপল্লি, ২০ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরে পূজার্চনা করেছেন। তিরুচিরাপল্লির শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরে বিশেষ পূজাপাঠ ও দর্শন করেছেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি কাম্বা রামায়ণমের শ্লোকও আবৃত্তি করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদীই হলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরে পুজো ও দর্শন করলেন।
যথোচিত ধর্মীয় মর্যাদায় এদিন শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরে পূজার্চনা করেছেন প্রধানমন্ত্রী। শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরে একটি হাতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এদিন আশীর্বাদ করে, ‘অন্ডাল’ নামক সেই হাতির সঙ্গে বেশ কিছুটা সময়ও কাটিয়েছেন প্রধানমন্ত্রী।

