আহমেদাবাদ, ২০ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে আগামী ২২ জানুয়ারি, সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করল গুজরাট সরকার। ওই দিন দুপুর আড়াইটে পর্যন্ত গুজরাট সরকারের অধীনস্থ সমস্ত সরকারি দফতরে ছুটি থাকবে। এছাড়াও দুপুর আড়াইটে পর্যন্ত ছুটি থাকবে শিক্ষা প্রতিষ্ঠানেও। শনিবার গুজরাট সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন, প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। দেশজুড়ে ইতিমধ্যেই উৎসবের আবহ। এমন সুদিনে রাম-আবেগের সাক্ষী হতে চায় গুজরাট সরকারও। তাই ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার গুজরাট সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে ছুটির ঘোষণা করা হয়েছে। ওই দিন দুপুর ২.৩০ পর্যন্ত সরকারি অফিসে ছুটি থাকবে। তার পর থেকে বাকি সময় কাজ হবে।