কেরলে লাইনচ্যুত কান্নুর-আলাপ্পুঝা এক্সপ্রেস, দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল ট্রেনটি

কান্নুর, ২০ জানুয়ারি (হি.স.): কেরলের কান্নুর রেল ইয়ার্ডে লাইনচ্যুত হয়ে গেল কান্নার-আলাপ্পুঝা (১৬৩০৮) এক্সিকিউটিভ এক্সপ্রেস। শনিবার সকালে কান্নুর রেল ইয়ার্ডে শান্টিং প্রক্রিয়া চলাকালীন কান্নুর-আলাপুঝা এক্সিকিউটিভ এক্সপ্রেসের কামরা লাইনচ্যুত হয়ে যায়। কান্নুর স্টেশন থেকে সকাল ৫.১০ মিনিট নাগাদ ট্রেনটির ছাড়ার কথা ছিল, লাইনচ্যুত হওয়ার কারণে সকাল ৬.৪৩ মিনিট নাগাদ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকালে কান্নুর রেল ইয়ার্ডে শান্টিং প্রক্রিয়া চলাকালীন কান্নুর-আলাপুঝা এক্সিকিউটিভ এক্সপ্রেসের কামরা লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত বগিগুলি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কান্নুর স্টেশন থেকে সকাল ৫.১০ মিনিট নাগাদ ট্রেনটি ছাড়ার কথা থাকলেও, লাইনচ্যুত হওয়ার কারণে সকাল ৬.৪৩ মিনিট নাগাদ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি।