কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): রাজ্যের ইচ্ছাতেই শেখ শাহজাহান নিখোঁজ। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন দিলীপ ঘোষ।
শেখ শাহাজাহান কে এখনও খুঁজে পাওয়া গেল না? সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে দিলীপ ঘোষ জানান, ”খুঁজতে না চাইলে খুঁজে পাওয়া যাবে না। পুলিশ দিল্লি থেকে কাশ্মীর থেকে লোক ধরে নিয়ে আসছে। আর সন্দেশখালির মতো ছোট্ট গ্রামে লুকিয়ে থাকা একটা লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না? ওকে সবাই চেনে। তাও পাওয়া যাচ্ছে না। তাহলে ঘোষণা করে দেওয়া হোক, ও বাংলাদেশ পালিয়ে গেছে। যাদের ধরার দায়িত্ব দেওয়া হয়েছে, তারাই তো লুকিয়ে রেখেছে। পশ্চিমবঙ্গ পুলিশ ওকে ধরবে এটা যদি কেউ মনে করে তাহলে সেটা বাতুলতা। স্থানীয় মানুষ জানতে পারছে, আমরা জানতে পারছি, প্রেস জানতে পারছে। শুধু পুলিশ জানতে পারছে না। তাদের কি আদৌ ধরার ইচ্ছা আছে? তাদের যদি গ্রেফতার করা হয়, তাহলে পার্টি উঠে যাবে তো।”