ডায়মন্ড হারবার, ২০ জানুয়ারি (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ভয়াবহ অগ্নিকাণ্ড! শনিবার ভোররাতে ডায়মন্ড হারবারের নেতড়া স্টেশন লাগোয়া বাজারে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে চামড়ার কারখানা-সহ ১৫টি দোকান। শনিবার ভোররাত তিনটে নাগাদ আগুন লাগে। স্টেশন চত্বরেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর আগুন নেভাতে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। তবে, দমকল আসার আগেই পুড়ে যায় চামড়ার কারখানা এবং আশেপাশের বেশ কয়েকটি দোকান। দমকলের একটি ইঞ্জিন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, চামড়ার কারখানা থেকেই আগুন ছড়ায়। এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

