নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ঘন কুয়াশার দাপট কমছেই না, শনিবারও কুয়াশার চাদরে মোড়া থাকল জাতীয় রাজধানী। কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারেই কমে যায় দিল্লিতে। একই অবস্থা ছিল দিল্লি লাগোয়া উত্তর ভারতের বিভিন্ন রাজ্যেও। দৃশ্যমানতা কমে যাওয়ায় শনিবার দিল্লিগামী ১১টি ট্রেন দেরিতে চলাচল করেছে। পাশাপাশি দিল্লি বিমানবন্দরে বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে শনিবার দিল্লিগামী ১১টি ট্রেন দেরিতে চলাচল করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, চেন্নাই-নতুন দিল্লি এক্সপ্রেস, জম্মু তাওয়াই-আজমের পূজা এক্সপ্রেস, কাটিহার-অমৃতসর এক্সপ্রেস প্রভৃতি। হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেই শনিবার ঘন কুয়াশার চাদরে মোড়া থাকল রাজধানী দিল্লি। কুয়াশার পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে বিমান পরিষেবাও বিঘ্নিত হয়। এর ফলে বিপদে পড়েন অনেক যাত্রী।

