অযোধ্যা, ২০ জানুয়ারি (হি.স.) : প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান যত এগিয়ে আসছে সাইবার অপরাধ তত বাড়ছে, শনিবার উত্তরপ্রদেশ পুলিশ এই তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান যত এগোচ্ছে সাইবার অপরাধীরা তত সক্রিয় হচ্ছে। মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে অপরাধীরা ফোনে নকল কিউআর কোড পাঠাচ্ছে যাতে তার মাধ্যমে ভক্তরা রামমন্দিরের নামে অর্থ দান করতে পারে। এইরকমও ভুয়ো বার্তা ফোনে পাঠানো হচ্ছে যে অর্থ দান করলে তার কাছে রামলালার মন্দিরের প্রসাদ পৌঁছে যাবে। শুধু তাই নয়, ওই কিউআর কোডের মাধ্যমে অর্থ দিলে ভিআইপি প্রবেশও নাকি পাওয়া যাবে। রামমন্দিরের নামে ভুয়ো ওয়েবসাইটও খোলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেজন্য উত্তরপ্রদেশ পুলিশ সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
এই কারণে উত্তরপ্রদেশ পুলিশ উত্তরপ্রদেশবাসীকে সচেতন থাকার নির্দেশ দিয়েছে। পুলিশ সতর্কবার্তা জারি করে জানিয়েছে যে কোনও অচেনা নম্বর থেকে যদি কারও ফোনে হোয়াইট অ্যাপে মেসেজ আসে তাহলে যেন কেউ উত্তর না দেন। যাচাই না করে কোনওরকম অর্থ দান না করারও নির্দেশিকা দেওয়া হয়েছে।

