আগরতলা,২০ জানুয়ারি: আগামী ২২ জানুয়ারি রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রত্যেকের বাড়িতে প্রদীপ প্রজ্জ্বলন করে ভগবানকে করুন। আজ আপামর জনগণের কাছে এমনটাই আবেদন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।
আগামী ২২শে জানুয়ারি উদ্ভোধন হবে রাম মন্দিরের। এই দিনটিতে রামের গৃহপ্রবেশ হবে বলে গোটা দেশ জুড়ে প্রচারে সামিল হয়েছে গেরুয়া শিবির। তারই অঙ্গ হিসেবে শনিবার দূর্গাচৌমুহনী বাজারের ব্যাবসায়ীদের মধ্যে রামের ধ্বজা বিতরণ করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।
তিনি জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রত্যেকের বাড়িতে প্রদীপ প্রজ্জ্বলন করে ভগবানকে আহ্বান করুন। তিনি সবাইকে ঘড়ে ধ্বজা লাগানের অনুরোধ জানান।

