প্রধানমন্ত্রী মোদীর বিহার সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবে বিজেপি

পাটনা, ২০ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী মোদীর বিহার সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবে বিজেপি, শনিবার প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এই তথ্য জনা গিয়েছে।

আগামী ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রামলালার অভিষেক অনুষ্ঠানের পর মোদী বিহার সফরে যাবেন। আর এই সফরের মধ্যে দিয়েই বিজেপির নেতা-মন্ত্রীরা কেন্দ্রীয় স্তর থেকে রাজ্যস্তরে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবে। ২৭ বা ২৮ জানুয়ারি বিহার সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের রাষ্ট্রপতি ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেজন্য ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর সফরে পরিবর্তন হলেও হতে পারে।
রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও বেত্তিয়ার সাংসদ ডাঃ সঞ্জয় জয়সওয়াল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন। যদিও প্রধানমন্ত্রী মোদীর বিস্তারিত কর্মসূচি এখনও প্রকাশ্যে আসেনি তবে এটা নিশ্চিত যে প্রধানমন্ত্রী তিরহুত অঞ্চলের বেত্তিয়া, বাল্মীকিনগর, মতিহারি, শিবহার এবং মুজাফফরপুর এলাকায় অনেক উপহার দিতে পারেন। প্রধানমন্ত্রী এখানে অনেক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। নরেন্দ্র মোদী চম্পারণ থেকে বিজেপির প্রচার শুরু করবেন এবং বিরোধী দলগুলির কাছে একটি চ্যালেঞ্জ উপস্থাপন করবেন।