নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি : সামনেই প্রজাতন্ত্র দিবস। প্রতিবছরের ন্যায় এবছরেও রাজধানীর আসাম রাইফেল ময়দানে অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠানটি। প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজ তথ্য সংস্কৃতি দপ্তর, পুলিশ এবং সাংবাদিক মহলের যৌথ একটি দল আসাম রাইফেল ময়দানে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন।
তথ্য সংস্কৃতি দপ্তরের জনৈক আধিকারিক জানিয়েছেন, প্রতিবছরের ন্যায় এবছরেও ২৬ শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আসাম রাইফেল ময়দানে প্রস্তুতি চলছে জোর কদমে। মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্যারেডের মহড়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এছাড়াও পারকিং ও অন্যান্য ব্যবস্থাও চলছে। তার পাশাপাশি নিরাপত্তাজনিত বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেওয়া হচ্ছে বলা জানানো হয়েছে।

