কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে বৈশালী ডালমিয়া সহ প্রায় ২০ জন মহিলা নিজেদের হাতে রাম মন্দিরের মেহেন্দি করলেন। কারোর হাতে রাম মন্দির করা হচ্ছে আবার কারোর হাতে রামের পতাকা হচ্ছে মেহেন্দির মাধ্যমে।
আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যার। রাম মন্দির উদ্বোধনের আগেই বেহালায় নিজের বাড়িতে বৈশালী ডালমিয়া সহ প্রায় ২০ জন মহিলারা নিজেদের হাতে মেহেন্দি করালেন। বৈশালী ডালমিয়া জানান যেকোনও শুভ কাজের আগে মেহেন্দি ব্যাবহার করা হয়। আর সেই কারণে রাম মন্দির উদ্বোধনের আগে মহিলারা নিজেদের হাতে মেহেন্দি করাচ্ছেন। কারোর হাতে রাম মন্দির করা হচ্ছে আবার কারোর হাতে রামের পতাকা হচ্ছে মেহেন্দির মাধ্যমে।