২০ জানুয়ারি রায়পুর সফরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

রায়পুর, ১৯ জানুয়ারি (হি.স.) : আগামীকাল শনিবার ছত্তিশগড়ের রাজধানী রায়পুর সফরে যাবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ২০ জানুয়ারি তিনি ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন কর্মসূচিতে অংশ নেবেন। ওই দিনই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামীকাল সকাল ৯ টা নাগাদ উপরাষ্ট্রপতি ধনখড় ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে পৌঁছবেন। শনিবার রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজভবনের উদ্দেশ্যে রওনা দেবেন। ওইদিন সকাল ১০.৪০ মিনিটে ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন কর্মসূচিতে অংশ নেবেন উপরাষ্ট্রপতি। তারপর বিকেল ৪.১৫ মিনিটে তিনি প্রবন্ধন কার্যক্রমে অংশ নেবেন। সবকিছু শেষে তিনি সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেবেন।