আপডেট…মণিপুরে ফের সশস্ত্র দুর্বৃত্তদের হামলা, নতুন সহিংসতায় মৃত্যু পাঁচ সাধারণ নাগরিকের, আহত তিন

ইমফল, ১৯ জানুয়ারি (হি.স.) : মণিপুরে ফের সশস্ত্র দুর্বৃত্তরা হামলা সংগঠিত করেছে। নতুন সহিংসতায় পাঁচ জন সাধারণ নাগরিকের মৃত্যু এবং তিনজন জখম হয়েছেন বলে প্রাপ্ত খবরে প্রকাশ।

আজ শুক্রবার ইমফলে রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, দুটি পৃথক ঘটনায় পাঁচজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। প্রথম ঘটনা সংগঠিত হয়েছে বুধবার রাতে কাংপোকপি জেলার কাংচুপে। বন্দুক হামলায় জনৈক গ্রাম স্বেচ্ছাসেবক প্রাণ হারানোর পাশাপাশি তিনজন আহত হয়েছেন। নিহতকে তাখেল্লাম্বাম মনোরঞ্জন (২৮) বলে শনাক্ত করা হয়েছে।

এছাড়া গতকাল বৃহস্পতিবার বিকাল প্রায় ৩:৪৫ নাগাদ বিষ্ণুপুর জেলার অন্তর্গত নিংথোখং খা খুনু গ্ৰামে অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুর্বৃত্তরা গুলি চালায়। এতে বাবা-ছেলে সহ চার কৃষক মৃত্যুবরণ করেছেন। মৃত বাবা-ছেলের নাম ওইনাম বামনজাও (৬৩) এবং ওইনাম মানিতোম্বা (৩৭)। নিহত অপর দুজন জনৈক মণিবাবুর ছেলে থিয়াম সোমেন্দ্র (৫৩) এবং জনৈক শ্যামের ছেলে নিংথৌজাম নবদ্বীপ৷

পুলিশ সূত্রের খবর, সশস্ত্র দুর্বৃত্তরা লামলাই কাবুই গ্রামের উপর থেকে নেমে এসে ধানখেতে বিদ্যমান একটি জল সরবরাহ প্রকল্প থেকে দু কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে গিয়ে এই চারজন সাধারণ নাগরিককে হত্যা করেছে। হতাহতরা সবাই মেইতেই জনগোষ্ঠীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *