ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি।। বরোদা গেলেন অন্নপূর্ণা দাসের নেতৃত্বে ত্রিপুরা দল। মহিলাদের সিনিয়র ক্রিকেটের নকআউটে কতেলার জন্য। ২২ জানুয়ারি ত্রিপুরার প্রতিপক্ষ মহারাষ্ট্র। প্রায় ১৩ বছর পর নকআউটে খেলার ছাড়পত্র পেলো ত্রিপুরা। ফলে রাজ্যদলের প্রতিটি ক্রিকেটারের মধ্যে উৎসাহ দ্বিগুন। বরোদার মাটিতে বিজয় পতাকা উড়াতে বদ্ধপরিকর প্রতিটি ক্রিকেটার। শুক্রবার সকালে ভুবনেশ্বর থেকে বরোদা গেলেন ঋজু-রা। ভুবনেশ্বর আসরে ৭ ম্যাচে খেলে ৬ টিতে জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে খেলার ছাড়পত্র অর্জন করেছিলো ত্রিপুরা। এদিন ভুবনেশ্বর ছাড়ার আগে ত্রিপুরার ক্রিকেটারদের কথাবার্তায় আত্মবিশ্বাসের ছাপ লক্ষ্য করা গেছে। প্রতিটি ক্রিকেটারই চাইছে নকআউটেও ইতিহাস তৈরী করতে। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়, তা বিশ্বাস করছেন মৌচৈতি দেবনাথ-রা। এদিন বরোদা পৌঁছলেও শনিবার থেকে অনুশীলনে নামবেন ত্রিপুরার ক্রিকেটাররা। ভুবনেশ্বর ছাড়ার আগে ত্রিপুরার কোচ নারায়ন চন্দ্র দে টেলিফোনে বলেন,”নকআউটেও ভালো খেলা নিয়ে আমরা আত্মবিশ্বাসী। আশাকরি বরোদার মাটিতেও ব্যাটে-বলে জ্বলে উঠবে আমার মেয়েরা। প্রমান করবে আমাদের মেয়েরা পিছিয়ে নেই অন্য রাজ্যগুলো থেকে। ওদের কাছে এখন আসরটা চ্যালেঞ্জ”।