আগরতলা,১৯জানুয়ারি: আবারও হাতির ঘটনায় আতঙ্ক তেলিয়ামুড়া কৃষ্ণপুর এলাকার স্থানীয় মানুষজন। বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে গ্রামবাসীরা অসম আগরতলা জাতীয় সড়কে নেমে বিক্ষোভ দেখিয়েছেন। বিক্ষোভের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। রাস্তায় আটকে পড়ে বিধায়ক তথা জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার গাড়ি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক এবং তেলিয়ামুড়া থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী।
জনৈক এলাকাবাসীর অভিযোগ, বন্য হাতি অনেকের বাড়ি ঘরে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং গ্রামবাসীদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। হাতির তান্ডবে উত্তপ্ত তেলিয়ামুড়া কৃষ্ণপুর এলাকার মানুষজন। হাতির তান্ডবেভ থেকে রক্ষা পেতে এলাকাবাসি শুক্রবার অসম আগরতলা জাতীয় সড়কে নেমে বিক্ষোভ শুরু করেছেন । এই বিক্ষোভের ফলে রাস্তায় আটকে পরে এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা। ঘটনাস্থলে মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক এবং তেলিয়ামুড়া থানার অসি সহ গোটা পুলিশ বাহিনী ছুটে গিয়েছে।
এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দের্ববমা বলেন, সরকারের পক্ষ থেকে অতিসত্বর সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ওই বন্য হাতিকে ধরার জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।

