কলকাতা, ১৯ জানুয়ারি (হি.স.) : ভগবান রামের ঐতিহাসিক প্রাণ প্রতিস্থা অনুষ্ঠান দেখা থেকে মানুষকে বিরত রাখার ফন্দি আঁটছে বলে আশঙ্কা করছে বিজেপি। শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ ব্যাপারে একটি বার্তা পাঠিয়েছেন।
শুভেন্দুবাবু লিখেছেন, “২২শে জানুয়ারি ভগবান রামের ঐতিহাসিক প্রাণ প্রতিস্থা অনুষ্ঠান দেখা থেকে মানুষকে বিরত রাখতে পশ্চিমবঙ্গ সরকার এতটা নিচু হয়ে গেছে জেনে অবাক হয়েছি। বিদ্যুৎ সংযোগ বন্ধ করা। সত্যিই? রাজ্য বিজেপি-র বর্ধমানের অনেক আমাকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাঠানো এই ধরনের বার্তা পাঠিয়েছে। এটাই মোদীজির ডিজিটাল ইন্ডিয়া।
সৌভাগ্যবশত মোবাইল দর্শকের সংখ্যা আজকাল টিভি দর্শকের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা পারেন তা করুন, কিন্তু আপনি বাংলার মানুষকে ২২শে জানুয়ারী এবং তার পরেও রাম ভক্তির সাগরে নিমজ্জিত হতে বাধা দিতে পারবেন না।

