৩৯ নং পুর ওয়ার্ডে প্রাইজমানি ভলিবল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি।। আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে গীতা রানী দাস স্মৃতি প্রাইজ মানি নকআউট ভলিবল টুর্নামেন্ট। শহরতলী অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই টুর্নামেন্ট শুরু হবে আগামীকাল থেকে । দুইদিন ব্যাপী আয়োজিত এই নকআউট ভলিবল টুর্নামেন্টকে ঘিরে চলছে এখন জোরদার প্রস্তুতি। উদ্যোক্তাদের প্রত্যাশা ভালো সংখ্যক দল প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।