অযোধ্যা, ১৯ জানুয়ারি (হি.স.): শুক্রবার অযোধ্যা পৌঁছেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এখানে তিনি প্রথমে হনুমানগড়ীতে যান । সেখানে দর্শন ও পূজা করেন। সঙ্কট মোচন হনুমানজীর কাছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেছেন। এরপর রামলালার দর্শন, আরতি ও পরিক্রমা করেন মুখ্যমন্ত্রী। মাত্র তিন দিন পর, রামলালা তাঁর বিশাল দিব্য মন্দিরে উপবিষ্ট হবেন। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীও এখানকার সমস্ত ব্যবস্থার খোঁজখবর নেন।
শুক্রবার সকালে রামনগরীতে পৌঁছলে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে স্বাগত জানান। এটি ১১ দিনের মধ্যে (৯ জানুয়ারি, ১৪জানুয়ারি এবং ১৯ জানুয়ারি) রামনগরীতে মুখ্যমন্ত্রীর তৃতীয় সফর। মুখ্যমন্ত্রী শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের আধিকারিকদের কাছ থেকে প্রাণ প্রতিষ্ঠা সংক্রান্ত প্রস্তুতি সম্পর্কেও খোঁজ নিয়েছেন।
এদিন হনুমানগড়ীতে দর্শন ও পূজার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রামলালার দর্শন ও আরতি করেন । এখানে তিনি সাধু-মহন্তদেরও খোঁজখবর নেন। ট্রাস্টের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মুখ্যমন্ত্রীকে প্রাণ প্রতিষ্ঠা সংক্রান্ত তথ্য দেন।