সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে দশমীঘাট-কে হারিয়ে জয় অব্যাহত এনএসআরসিসি-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি।। এবার এনএসআরসিসির কাছে অসহায় ভাবে আত্মসমর্পন করে বসলো দশমীঘাট কোচিং সেন্টার। সদর অনুর্ধ ১৫ ক্রিকেট টুর্নামেন্টে নেপকো মাঠে এন এস আরসিসির মুখোমুখি হয় দশমীঘাট দল। ম্যাচে এন এস আরসিসির বিষাক্ত বোলিংয়ের সামনে খুব একটা সময় দাঁড়াতেই পারলো না দশমীঘাটের ব্যাটসম্যানরা। প্রথমে ব্যাট করে দশমীঘাট দল বহু কষ্টে স্কোরবোর্ডে সংগ্রহ করে ২৭.২ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ৭৪ রান। ব্যাটে দশমীঘাটের হয়ে সৌনক বড়ুয়া সর্বাধিক ২১ রান করে।এছাড়া দেবজিত দাস ১০, সুরজিৎ পাল ১১, শুভম গন ৮, প্রশান্ত বিশ্বাস ৭ রান করতে সক্ষম হয়। বলে এন এস আরসিসির পক্ষে চারটি করে উইকেটে ভাগ বসায় অংশ ভটনাগর ও উদিত্য দেবরা। একটি করে উইকেট নেয় আয়ুশ থাপা ও আদৃত লোধরা। জয়ের জন্য এন এস আরসিসির সামনে টার্গেট দাঁড়ায় ৭৫ রানের। যাকে পাল্টা খেলতে নেমে খুবই সহজে হাসিল করে নিলো এন এস আরসিসি শিবির। মাত্র ১১.৩ ওভার খেলে দুই উইকেট হারিয়ে জয়ের রান সংগ্রহ করে নিলো আরসিসি দল। বিজয়ী দলের হয়ে ব্যাট হাতে অদৃত লোধ ২১, অর্কজিত চক্রবর্তী ২২, আয়ুশ থাপা নট আউট ২১ এবং রাজদীপ দেব ৮ রানে অক্ষত থাকে। সুবাদে ৮ উইকেটের ব্যবধানে জয় হাসিল করে নিলো এন এস আরসিসি দল।