নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র সাহস ও পেশাদারিত্বকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এনডিআরএফ-এর স্থাপনা দিবসে সামাজিক মধ্যে এক্স-এ প্রধানমন্ত্রী জানিয়েছেন, “স্থাপনা দিবসে এনডিআরএফ-এর সমস্ত বীর সদস্যদের প্রশংসা করছি আমি। দুর্যোগে সাড়া ও সহনশীলতার প্রতি এনডিআরএফ-এর অঙ্গীকার লক্ষণীয়।”
প্রধানমন্ত্রী এদিন এক্স মাধ্যমে আরও জানিয়েছেন, “সবচেয়ে চ্যালেঞ্জিং জরুরি পরিস্থিতিতেও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর অতুলনীয় সাহসিকতা এবং অক্লান্ত প্রচেষ্টা বীরত্বের প্রকৃত চেতনা প্রদর্শন করে। দুর্যোগে পরিপূর্ণ হৃদয়ে তাঁরা আশা এবং স্বস্তি আনতে উদ্যোগী হন। তাঁরা শুধুমাত্র জীবন বাঁচান না, বরং মানবতার সেরা উদাহরণও প্রদান করেন।”

