ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি।। পরাজয় কোনো ভাবেই পিছু ছাড়ছে না জুটমিল কোচিং সেন্টারকে। শুক্রবার ও সদর অনুর্ধ ১৫ ক্রিকেটে জুয়েলসের বিরুদ্ধে পরাজয় হজম করলো জুটমিল প্লে সেন্টার। এদিন নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে জুয়েলস দল ১৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিলো জুটমিল প্লে সেন্টারকে। টস জিতে জুয়েলস শিবির প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সুযোগটাকে দারুণভাবে কাজে লাগালো জুয়েলসের ব্যাটসম্যান আরিয়ান কুমার সিং। একা আরিয়ান উইকেট আগলে ১০৭ বলে অনবদ্য মেজাজে ১২৯ রান করে। তার এই ইনিংসে ১৬টি চার ও ৭টি ছয়ের মার শামিল রয়েছে। এছাড়া আয়ুশ দত্ত ৩৪, গৌরব রাজ সাহা ২৯, আরমান আখতার ১৯ রান করে। অতিরিক্ত থেকে দলের পাওনা ২৪ রান। নির্ধারীত ৪৫ ওভারে ৭ উইকেটের বিনিময়ে জুয়েলসের স্কোর দাঁড়ায় ২৪৭ রানে। বলে জুটমিলের পক্ষে দুটি করে উইকেট নেয় দীপ ঘোষ, রাজবীর ঘোষ ও জয়দীপ সরকাররা। জয়ের জন্য জুটমিলের সামনে টার্গেট দাঁড়ায় ২৪৮ রানের। এই রান তাড়া করতে গিয়ে জুটমিল শিবির শেষ পর্যন্ত ৪৩.৩ ওভারে সব উইকেটের বিনিময়ে ৯৩ রানই করতে সক্ষম হয়। ব্যাটে দলের পক্ষে অপরাজিত বৈশ্য ১৮, অসিত সাহা ১৪, প্রীতম রায় ১৪ রানই করতে সক্ষম হয়। বিজয়ী দলের হয়ে বল হাতে আয়ুশ দত্ত একাই চারটি উইকেট ভাঙে বিপক্ষের। এছাড়া দুটি করে উইকেট নেয় ক্রিস ভৌমিক, অভ্ৰ কান্তি মোদকরা।
2024-01-19

