এখন নিজস্ব নাগরিকদের আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেয় ভারত : প্রধানমন্ত্রী মোদী

বেঙ্গালুরু, ১৯ জানুয়ারি (হি.স.): ভারত এখন নিজস্ব নাগরিকদের আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেয়। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ২০১৪ সালে ভারতের প্রায় ৭০টি অপারেশনাল বিমানবন্দর ছিল। এখন ভারতে ১৫০ টিরও বেশি অপারেশনাল বিমানবন্দর রয়েছে। কেন্দ্রীয় সরকার শুধু বিমানবন্দর তৈরিই করেনি, দক্ষতা বৃদ্ধিতেও কাজ করেছে। দ্রুত ক্রমবর্ধনশীল এভিয়েশন সেক্টর ভারতের প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিকে উজ্জীবিত করে। শুক্রবার কর্ণাটকের বেঙ্গালুরুতে নতুন বোয়িং ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্টার ক্যাম্পাসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও।

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “আমি লাল কেল্লা থেকে বলেছিলাম- এটাই সময়, এটাই সঠিক সময়। বোয়িং এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলির জন্যও এটি সঠিক সময়। ভারতের দ্রুত প্রবৃদ্ধির সঙ্গে তাদের প্রবৃদ্ধি যুক্ত করার এটাই সময়।” প্রধানমন্ত্রী মোদী যোগ করেছেন, “আমরা প্রতিটি সেক্টরে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করছি। সময় এসেছে নারীর নেতৃত্বে উন্নয়নের। বিমান ও মহাকাশ সেক্টরে আমরা নারীদের জন্য নতুন পথ তৈরি করার চেষ্টা করছি। মহিলা পাইলটদের দিক থেকে এখন ভারত এগিয়ে আছে। আমি গর্ব করে বলতে পারি, ভারতে ১৫ শতাংশ মহিলা পাইলট রয়েছেন, যা বিশ্বব্যাপী গড় থেকে তিনগুণ বেশি।”