আগরতলা, ১৯ জানুয়ারি: আগামী ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্যেও অর্ধ দিবস ছুটি ঘোষণা করল ত্রিপুরা সরকার।গতকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা সরকারের নির্দেশিকা সামাজিক মাধ্যমে প্রকাশ করে একথা জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হবে। রামমন্দিরের উদ্বোধনকে ঘিরে দেশজুড়ে ইতিমধ্যেই উৎসবের আবহ ছড়িয়েছে। রামলালার প্রাণপ্রতিষ্ঠার মতো পবিত্র মুহূর্তের সাক্ষী হতে ত্রিপুরার সরকারি কর্মীদের দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। গতকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা সরকারের নির্দেশিকা সামাজিক মাধ্যম প্রকাশ করলেন।

