নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): স্বচ্ছ তীর্থ অভিযানের অঙ্গ হিসেবে শুক্রবার দিল্লির শ্রী গোপাল মন্দিরে স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা পীযূষ গোয়েল। শুক্রবার দিল্লির খান মার্কেটে অবস্থিত শ্রী গোপাল মন্দিরে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন গোয়েল, নিজ হাতে মন্দির চত্বর পরিষ্কার ও পরিচ্ছন্ন করে তোলনে তিনি।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, “দেশে পরিচ্ছন্নতার আবেগ গড়ে উঠেছে, প্রতিটি উপায়ে দুর্নীতিমুক্ত ভারতের একটি আবেগও গড়ে উঠেছে। রাম মন্দিরের প্রতি আমাদের বিশ্বাসে, আমাদের পবিত্র স্থানগুলিকেও পরিষ্কার রাখা উচিত। প্রধানমন্ত্রী মোদীর দেওয়া এটি একটি খুব ভালো প্রস্তাব।”

