সোলাপুর, ১৯ জানুয়ারি (হি.স.): প্রভু শ্রী রামের আদর্শ অনুসরণ করে দেশে সুশাসন ও সততা নিশ্চিত করছে কেন্দ্রীয় সরকার। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেছেন, “মনে রাখবেন, মোদীর গ্যারান্টি মানে ‘গ্যারান্টি পূর্ণ হওয়ার গ্যারান্টি’! শুক্রবার মহারাষ্ট্রের সোলাপুরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে রাজ্যপাল রমেশ বাইস, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও অজিত পওয়ারও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এদিন অমৃত ২.০ প্রকল্পেরও উদ্বোধন করেছেন।
পরে অনুষ্ঠানে সম্বোধন করার সময় প্রধানমন্ত্রী বলেছেন, “শুক্রবার ৭টি অমৃত প্রকল্প মহারাষ্ট্রের বিভিন্ন শহরে উদ্বোধন করা হয়েছে। আমি এই বিশেষ অনুষ্ঠানে মহারাষ্ট্রের জনগণকে অভিনন্দন জানাই।” প্রধানমন্ত্রী বলেছেন, “আমি খুশি যে সোলাপুরের হাজার হাজার দরিদ্র ও শ্রমিকের জন্য আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা আজ পূরণ হচ্ছে। আজ প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্মিত দেশের বৃহত্তম সোসাইটি উদ্বোধন করা হয়েছে।” মোদী বলেছেন, “আমাদের সরকার শ্রী রামের আদর্শ অনুসরণ করে দেশে সুশাসন ও সততা নিশ্চিত করার জন্য প্রথম দিন থেকেই চেষ্টা করছে। রামরাজ্যই সকলের সমর্থন, সকলের উন্নয়ন, সকলের বিশ্বাস এবং সকলের প্রচেষ্টাকে অনুপ্রাণিত করেছে।”
প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “২০১৪ সালে সরকার গঠনের সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম, ‘আমার সরকার গরীবদের জন্য নিবেদিত সরকার।’ তাই, আমরা একের পর এক এমন পরিকল্পনা বাস্তবায়ন করেছি, যা দরিদ্রদের কষ্ট কমিয়ে দেবে এবং তাঁদের জীবনকে সহজ করবে।” প্রধানমন্ত্রী বলেছেন, “একটি বিকশিত ভারত গড়তে, একটি স্বনির্ভর ভারত তৈরি করা প্রয়োজন। আমাদের ক্ষুদ্র, ছোট ও কুটির শিল্পের এই স্বনির্ভর ভারত তৈরিতে বিশাল অবদান রয়েছে। তাই, কেন্দ্রীয় সরকার ক্রমাগত এমএসএমই এবং ছোট শিল্পের প্রচার করছে।” মোদী জোর দিয়ে বলেছেন, “কেন্দ্রে আমাদের সরকারের তৃতীয় মেয়াদে, ভারত বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির মধ্যে হতে চলেছে। আমি দেশবাসীকে নিশ্চয়তা দিয়েছি, আমার আগামী মেয়াদে ভারতকে বিশ্বের প্রথম তিনটি দেশের মধ্যে নিয়ে যাব।”

