ধর্মনগরে ঘটে যাওয়া অমানবিক ঘটনার জেরে গ্রেপ্তার ২, অভিযুক্তদের শাস্তির দাবি রাজ্য জুড়ে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ জানুয়ারি: বৃহস্পতিবার নারী সংক্রান্ত ব্যাপারকে কেন্দ্র করে ধর্মনগরের শহরের বিবিআই কমপ্লেক্সের স্টেডিয়ামে ঘটে যাওয়া অমানবিক ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত দুই যুবকের নাম  সুমিত দেবনাথ(২৪), বাড়ি দিনানাথ নারায়ণী বিদ্যামন্দির রোড ও কৌশিক দত্ত(২২) নয়াপাড়া এলাকায়। জানা গেছে এই ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা গ্রহন করেছে পুলিশ। এখনো পর্যন্ত দুইজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এই অমানবিক ঘটনায় গোটা রাজ্যজুড়ে ছি ছি রব উঠেছে।

উল্লেখ্য, চন্দ্রপুর আপনজন ক্লাব এলাকার বাসিন্দা সাগর শুক্ল বৈদ্য। বর্তমানে সে এখন নয় পাড়ার সিরাম সরণীতে ভাড়া থাকে। নয়া পাড়ার মনসা বাড়ির সংলগ্ন একটি মেয়ের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তা নিয়ে ১৬ থেকে ১৭ দিন আগে সাগর রতন নামে এক ছেলেকে মারধর করেছিল।

সেই সুবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে রতন, কৌশিক, অভি এবং আরো কিছু ছেলেকে নিয়ে বিবিআই স্টেডিয়ামের গ্যালারিতে সাগরের ওপর আক্রমণ চালায়। বাঁশ দিয়ে মারার পর যেসব জায়গা কেটে যায় সেসব জায়গায় লবন-মরিচ লাগিয়ে দেওয়া দেয়। এই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই গোটা রাজ্য জুড়ে এই ঘটনার তীব্র নিন্দা শুরু হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে গতকাল পুলিশ বাহিনী এসে ক্ষতবিক্ষত অবস্থায় সাগরকে প্রথমে ধর্মনগর থানায় এবং সেখান থেকে চিকিৎসার জন্য ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়।

এক ঘটনায় জড়িত অন্যান্যদেরও গ্রেপ্তার করুক পুলিশ। দাবি উঠেছে রাজ্যজুড়ে।