প্রথম টেস্ট : ১০ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারালো অস্ট্রেলিয়া

অ্যাডিলেড, ১৯ জানুয়ারি (হি.স.): অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন আন্দাজ পাওয়া গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ হারছে। কারণ দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে ছিল মাত্র ৭৩ রান, ৬ উইকেট হারিয়ে। তৃতীয় দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ চার উইকেট হারালো আর মাত্র ৪৭ রানে। জয়ের জন্য অস্ট্রেলিয়া টার্গেট পেল মাত্র ২৬ রান। যা ১০ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

তৃতীয় দিনের প্রথম দুই উইকেট তুলে নেন মিচেল স্টার্ক ,জশ হ্যাজেলউড। প্রথম ইনিংসে এই অজি পেসার পেয়েছিলেন ৪ উইকেট।শেষ উইকেটে শামার জোসেফ ও কেমার রোচ মিলে ২৬ রানের মূল্যবান জুটি গড়েন। তাদের জুটি ভাঙ্গেন লায়ন। ফলে ১২০ রানে অল আউট হয়ে যায় ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেন কার্ক ম্যাকেঞ্জি (২৬)। এছাড়াও জাস্টিন গ্রিভস করেন ২৪ রান। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড ৫ উইকেট ছাড়াও দুইটি করে উইকেট পেয়েছেন লায়ন ও স্টার্ক।